spot_img

২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ইসরায়েলি হামলায় গাজায় ১৭ হাজারের বেশি শিশু নিহত

ফিলিস্তিনের গাজায় বিগত এক বছর ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটিতে এ পর্যন্ত প্রায় ৪৩ হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের ৪০ শতাংশ, অর্থাৎ ১৭ হাজারের বেশি শিশু। গাজা প্রশাসনের জনসংযোগ বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাতারভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় এখন পর্যন্ত গাজায় ৪২ হাজার ৮৮৫ জন নিহত হয়েছেন। এই সময়ে আহত হয়েছে অন্তত ১ লাখ ৫৪৪ জন।

গাজার জনসংযোগ কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলা ইসরায়েলের ৩৮৫ দিনের আগ্রাসনে এ পর্যন্ত ৩ হাজার ৭৩৮টি হত্যাকাণ্ড সংঘটিত করেছে ইসরায়েল। এসব হত্যাকাণ্ডে ৪২ হাজার ৮৮৫ জন নিহত হয়েছেন। নিহতদের ৪০ শতাংশ অর্থাৎ, ১৭ হাজার ২১০ জন শিশু। এ সময়ের মধ্যে ইসরায়েলি হামলায় এক হাজার ৪৭ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন।

এ ছাড়া ইসরায়েলি আগ্রাসনে গাজার জরুরি সেবা বিভাগের ৮৩ কর্মী নিহত হয়েছেন এবং সাংবাদিক নিহত হয়েছে ১৭৭ জন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এক বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ১ হাজার ২০৬টি পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে অর্থাৎ, এসব পরিবারের সবাই মারা গেছেন।

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধ ও গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে রাখায় ৩৭ ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন। এ ছাড়া ৩ হাজার ৫০০ ফিলিস্তিনি শিশু অপুষ্টির কারণে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss