spot_img

৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

আলুটিলায় পর্যটকবাহী বাস উল্টে আহত ২০

পার্বত্য জেলা খাগড়াছড়ির আলুটিলায় পর্যটকবাহী বাস উল্টে অন্তত ২০ পর্যটক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে পুনর্বাসন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পর্যটকরা জানান, অনলাইনভিত্তিক ট্যুর গ্রুপের সহযোগিতায় তারা ঢাকা থেকে খাগড়াছড়ি বেড়াতে আসছিলেন। খাগড়াছড়ির আলুটিলা হয়ে জেলা শহরে আসার পথে বাসটি উল্টে যায়। আহতদের তিনজনের অবস্থা গুরুতর। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ট্রাফিক পুলিশের পরিদর্শক সমুন জাহিদ জানান, দীর্ঘ ভ্রমণে চালক ঘুমিয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। যার ফলে বাসটি পাহাড়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার ঘণ্টাখানেক পরে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা জানান, দুর্ঘটনায় আহতদের কয়েকজনের পা ভেঙে গেছে। বাকিদের অবস্থা গুরুতর না। সড়কে গাড়ি উল্টে থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘণ্টাখানেক পর যান চলাচল স্বাভাবিক।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss