spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পটিয়ায় বাসচাপায় দুই পথচারীর মৃত্যু

চট্টগ্রামের পটিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কুসুমপুরা মনসা হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন গ্রামের বাসিন্দা মো. ভোলা (৫০) ও একই এলাকার সাবু (৬০)।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাস মনসা এলাকায় আরেকটি মিনিবাসকে ধাক্কা দেয়। এতে মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত উপ-পরিদর্শক (এস আই) নুরুল আলম আশেক বলেন, পটিয়ায় সড়ক দুর্ঘটনার ঘটনায় দুজনকে মৃত অবস্থায় চমেকে আনা হয়েছে। তাদের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। এছাড়া আবদুল করিম নামে একজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে দুই নম্বর ওয়ার্ডে পাঠান। পরে সেখানকার চিকিৎসক আইসিইউতে রেফার করলেও বেড খালি না থাকায় তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss