spot_img

৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

নতুন বছর ডিজেলের দাম কমল লিটারে ১ টাকা

জানুয়ারি মাসের জন্য ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করেছে জ্বালানি মন্ত্রণালয়। মঙ্গলবার জ্বালানি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। তবে অকটেন ও প্রেট্রোলের দাম অপরিবর্তিতই থাকছে।

জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস–বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ২০২৫ সালের জানুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ডিজেল ও কেরোসিনের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ টাকা হতে ১ টাকা কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন এ দাম ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে প্রতি লিটার অকটেন ১২৫ টাকা আর পেট্রোল ১২১ টাকায় বিক্রি হবে বলে জানানো হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss