spot_img

২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কুমিল্লায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু

কুমিল্লার লাকসামে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মধ্যরাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার ভৈশকপালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার সকালে লাকসাম ক্রসিং (লালমাই) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ও আহত সবাই মোটরসাইকেল আরোহী বলে জানিয়েছেন তিনি।

নিহতরা হলেন— উপজেলার গুনতি এলাকার তাবারক উল্লাহ (৪২) ও উত্তরকুল এলাকার বাসিন্দা মাসুদ আলম (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে মাহফিল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তারা। ফেরার পথে মহাসড়কের ভৈশকপালিয়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে নোয়াখালীগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। অন্য একজনকে স্থানীয়রা উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ওসি মোবারক হোসেন ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে প্রচণ্ড কুয়াশা ছিল। ধারণা করা হচ্ছে, কুয়াশার মধ্যে মোটরসাইকেল ও ট্রাক দুটি যানবাহনই দ্রুতগতিতে ছিল।

এ কারণেই এই সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাকটিকে আটক করে রাখা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss