spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সীতাকুণ্ডে ৩০০ বস্তা সারসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাচারকালে ৩০০ বস্তা টিএসপি সারসহ চারজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ২টায় উপজেলাধীন মহাসড়ক থেকে এসব সার জব্দ করা হয়।

পরে বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ সার পাচারে জড়িত চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের গ্রেপ্তার দেখায়।

জানা যায়, শুক্রবার রাত ২টার দিকে একটি ট্রাকে ৩০০ বস্তা সার নিয়ে চট্টগ্রাম খেকে নীলফামারী যাচ্ছিল চার ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ উপজেলার বড়দারোগারহাট ওজন নির্ণায়ক স্কেল এলাকা থেক ট্রাকটিকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় সারগুলো তারা নীলফামারী নিয়ে যাচ্ছে। সারগুলো তাদের বলে দাবি করলেও দীর্ঘ সময় অপেক্ষার পরও তারা এ বিষয়ে কোন কাগজপত্র দেখাতে পারেনি। শেষে এ বিষয়ে সীতাকুণ্ড থানার এএসআই আতিকুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করলে তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হল- চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা খলিল (৩২), দিনাজপুরের রবিউল (৩০), সাজু (৩৪) ও রাকিবুল (৩২)।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss