spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে আইসসহ পুলিশের এএসআই গ্রেপ্তার

চট্টগ্রামে উচ্চমাত্রার আসক্তি তৈরি করা মাদকদ্রব্য আইসসহ আলমগীর হোসেন নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে নগরীর চকবাজার থানার মেহেদী বাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় মেহেদী হাসান নামে তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। আলমগীর হোসেন চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ শাখায় সহকারী উপ-পরির্দশক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নগরের মেহেদী বাগ এলাকা থেকে ১৬০ গ্রাম আইসসহ আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চকবাজার থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

নগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, মাদকসহ গ্রেপ্তার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss