নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আাক্রান্ত সন্দেহে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৫১ জনের। পরীক্ষার পর এর মধ্যে ৪০ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে।
নতুন ৪০ জন রোগী নিয়ে নারায়ণগঞ্জে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০১ জন। এখন পর্যন্ত জেলায় মোট ৭০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ৩০১ জনের পজিটিভ এসেছে।
আরো পড়ুন: কিশোরগঞ্জে করোনায় নতুন শনাক্ত ২৪
নারায়ণগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে ২৪ জন।
নারায়ণগঞ্জ করোনাভাইরাসের হটস্পট হয়ে ওঠায় গত ৭ এপ্রিল পুরো জেলা লকডাউন ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই লকডাউন (আটকা অবস্থা) কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে কেউ বাইরে থেকে নারায়ণঞ্জ জেলায় ঢুকতে বা সেখান থেকে বাইরে যেতে পারবেন না।
তবে চিকিৎসা ও জরুরি সেবা এই লকডাউনের আওতার বাইরে রয়েছে।
চস/সোহাগ