চট্টগ্রামের কোতোয়ালী এলাকায় এক নিরাপদ খাদ্য কর্মকর্তার স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় বাদশা (২৪) নামে এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মনোয়ারা বেগম জানান, নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে ডিসি অফিসে বৈঠক শেষে কর্ণফুলী যাওয়ার পথে তিনি ছিনতাইয়ের শিকার হন। কোতোয়ালী থানার কাছে একটি লেগুনায় ওঠার সময় এক ছিনতাইকারী তার গলার চেইন টান দিয়ে নিয়ে যায়। স্থানীয়রা ধাওয়া দিয়ে বাদশাকে আটক করলেও সে এর আগেই চেইনটি তার সহযোগীদের কাছে হস্তান্তর করে।
কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, আটককৃত যুবক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ধৃত বাদশার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়, দুদিন আগে সে চট্টগ্রামে আসে।
চস/স


