চট্টগ্রামে শুরু হয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর আবাসন মেলা চট্টগ্রাম রিহ্যাব ফেয়ার ২০২৫। এই মেলায় কো-স্পন্সর হিসেবে আছে চট্টগ্রামের সম্ভাবনাময় আবাসন প্রতিষ্ঠান এরিয়াল প্রোপার্টিজ লিমিটেড।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু-তে চার দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ড. শাহাদাত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানের স্পন্সরও ছিল এরিয়াল প্রপার্টিজ লিমিটেড।
এরিয়াল প্রপার্টিজ লিমিটেড চট্টগ্রামের সম্ভাবনাময় এক আবাসন প্রতিষ্ঠান। নগরীজুড়ে প্রতিষ্ঠানটির রয়েছে বেশ কয়েকটি বাণিজ্যিক ও আবাসিক ভবন।
ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিকেএমইএর সহ-সভাপতি গাওহার সিরাজ জামিল প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। তাঁর সুযোগ্য নেতৃত্বে ইতোমধ্যে বেশ কয়েকটি প্রজেক্ট ক্রেতাদের কাছে হস্তান্তর করছে প্রতিষ্ঠানটি।
মেলার উদ্বোধনী দিনে এরিয়াল প্রপার্টিজ লিমিটেডের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী আনিসুল ইসলাম অপু জানান, এবারই আমরা প্রথমবার এই মেলায় এসেছি। আশা করছি আমরা সামনেও এই মেলায় অংশগ্রহণ করবো।
তিনি জানান, চট্টগ্রামের সর্বোচ্চ ৫টি ভবনের মধ্যে আমাদের একটি রয়েছে। গুণগত মান নিশ্চিত করে আমরা ৬টা প্রজেক্ট শেষ করেছি। ৭টা প্রজেক্ট বর্তমানে চলমান আছে আর ৬-৭টা প্রজেক্টের কাজ শীঘ্রই শুরু হবে।
প্রতিষ্ঠানটির সিনিয়র ম্যানেজার খুরশিদ আলম চৌধুরী জানান, আমাদের দেশে আবাসনের ঘাটতি রয়েছে। আমরা চেষ্টা করছি সকলের সাধ্যের মধ্যে আবাসন সেবা নিশ্চিত করতে।
তিনি আরো বলেন, মেলা উপলক্ষে আমরা ৫টি প্রজেক্ট নিয়ে এসেছি। এই প্রজেক্টগুলোতে আকর্ষণীয় ছাড়েরও সুযোগ আছে।
৪ দিনব্যাপি চলমান এ মেলায় এরিয়াল প্রোপার্টিজের স্টল পরিদর্শন করার জন্য সকলকে আহ্বান জানান প্রতিষ্ঠানটির এই দুই কর্মকর্তা।
উল্লেখ্য, এবারের মেলায় এরিয়ালের ৫টি প্রজেক্ট হচ্ছে জিইসি মোড়ের ১৬ তলা বাণিজ্যিক ভবন এরিয়াল ওয়াইএমসিএ, শান্তিধারা আবাসিকের ১০ তলা আবাসিক ভবন এরিয়াল এস এন ভায়োলা, বায়েজিদের ৯ তলা আবাসিক ভবন এরিয়াল জিনিয়া, কাপাসগোলার ১০ তলা আবাসিক ভবন এরিয়াল ইক্সোরা ও মাদারবাড়ির ১২ তলা আবাসিক ভবন এরিয়াল কাদের ক্রাউন।
চস/স