spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

হাটহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে কামরুল ইবনে হাসান (৩৯) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

নিহত কামরুল ইবনে হাসান ডাচ বাংলা ব্যাংকের নগরীর আগ্রাবাদ শাখায় কর্মরত ছিলেন। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে ফটিকছড়িমুখী একটি বাসের সাথে চট্টগ্রামমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশার তিন যাত্রীর মধ্যে কামরুল ইবনে হাসানসহ তিন যাত্রী আহত হন।

দ্রুত আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক কামরুল ইবনে হাসানকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন।

রাউজান গহিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ আসাদ বলেন, নিহত ব্যক্তির বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার এলাকায় বলে জেনেছি। বাকিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss