spot_img

২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে আমীর খসরুর শোক

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান এর মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় আমীর খসরু বলেন, আবদুল্লাহ আল নোমান এর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।

দেশ ও জাতীয়তাবাদী দল এক ত্যাগী, সাহসী, সংগ্রামী, সজ্জন বর্ষীয়ান রাজনীতিককে হারালো। দেশ ও দলের জন্য তিনি নিরলসভাবে কাজ করে গেছেন।

দেশের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তার অবদান দেশ, জাতি ও দল চিরদিন মনে রাখবে। তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো। তার কর্মের মধ্যে দিয়ে তিনি নেতাকর্মীদের কাছে অমর হয়ে থাকবেন।
বিবৃতিতে আমীর খসরু মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এর আগে মঙ্গলবার সকাল ৬টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আবদুল্লাহ আল নোমান মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

১৯৯১ সালে নগরের কোতোয়ালি এলাকা থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন আবদুল্লাহ আল নোমান। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss