spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

অনলাইন ডেস্ক

সর্বশেষ

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সিদ্ধান্ত ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বা কাল এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হতে পারে।

বিজ্ঞপ্তিতে নিবন্ধনপ্রত্যাশী দলগুলোকে আগামী ২০ এপ্রিলের মধ্যে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আবেদন করার আহ্বান জানাতে যাচ্ছে ইসি। গতকাল রোববার বিকালে এ সংক্রান্ত ফাইল অনুমোদন করেছে কমিশন।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশন নতুন দল নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

ইসির সংশ্লিষ্টরা জানান, নতুন দল নিবন্ধন প্রক্রিয়া শুরুর মধ্য দিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতিমূলক কাজে আরেক ধাপ এগিয়ে গেল কমিশন। নতুন গঠিত রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি)’ অন্য অনিবন্ধিত দলগুলো আগামী নির্বাচনে অংশ নিতে হলে এ প্রক্রিয়ায় আবেদন করতে হবে। আগামী ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দল নিবন্ধনের সিদ্ধান্ত হয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে প্রায় তিন মাস সময় লেগে যাবে।

যদিও নতুন দল নিবন্ধন দিতে আরপিও সংশোধনের সুপারিশ করেছিল নির্বাচন সংস্কার কমিশন। সুপারিশে দল নিবন্ধনের শর্ত শিথিল করার সুপারিশ করা হয়। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটতে পারে—এ কারণে বিদ্যমান আইন অনুসরণ করে গণবিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। তবে গণপ্রতিনিধিত্ব আইন সংশোধনের কোনো সুপারিশ থাকলে তা পরে বাস্তবায়ন করবে কমিশন।

বর্তমানে নির্বাচন কমিশনে ৪৯টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথম বারের মতো রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি চালু করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss