spot_img

২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক ডেস্ক

সর্বশেষ

যুক্তরাষ্ট্রের ওপর চীনের পাল্টা শুল্ক আরোপ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়া হিসেবে চীন যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। চীন জানিয়েছে, ১০ এপ্রিল থেকে সমস্ত মার্কিন পণ্যের ওপর ৩৪ শতাংশ বাড়তি শুল্ক কার্যকর হবে।

এর পাশাপাশি, যুক্তরাষ্ট্রে কিছু বিরল পণ্যের রপ্তানিতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যা বাণিজ্যিক যুদ্ধকে আরও তীব্র করবে।

ট্রাম্প গত মঙ্গলবার ঘোষণা করেন যে, চীনা পণ্যে যুক্তরাষ্ট্র আরও ৩৪ শতাংশ শুল্ক আরোপ করবে। এর আগে ২০ শতাংশ শুল্ক থাকায় মোট শুল্কের পরিমাণ ৫৪ শতাংশে পৌঁছায়।

শুক্রবার (৪ এপ্রিল) চীনের অর্থ মন্ত্রণালয় নতুন শুল্কের ঘোষণা দেয়। এর আগে ট্রাম্পের শুল্ক বৃদ্ধির পর, বেইজিং মার্কিন কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যা এখন ৩৪ শতাংশ বেড়েছে।

চীনের এই সিদ্ধান্তের পর, ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ’ এ একটি পোস্ট করেন, যেখানে তিনি বলেন, “চীন ভুল খেলেছে। তারা আতঙ্কিত। তবে তাদের এটি করার সামর্থ্য নেই।”

অন্য একটি পোস্টে ট্রাম্প জানান, তিনি উচ্চ শুল্ক আরোপের পর, মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের বিষয়ে ভিয়েতনামের সঙ্গে আলোচনা করছেন। ভিয়েতনাম জানিয়েছে, তারা প্রয়োজনে মার্কিন পণ্যের শুল্ক শূন্য শতাংশে নামিয়ে আনতে প্রস্তুত। শুল্ক আরোপের আগে, ট্রাম্প প্রশাসনের কাছে তিন মাসের সময় চেয়েছিল ভিয়েতনাম এবং যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss