spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চন্দনাইশে ধর্ষণে বাধা দেয়ায় কিশোরীকে কুপিয়ে হত্যা, জখম নানা-নানি

চন্দনাইশের গাছবাড়িয়ায় নানার বাড়িতে বেড়াতে যাওয়া ২০ বছরের এক কিশোরীকে ধর্ষণচেষ্টার সময় বাধা দেওয়ায় কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় কিশোরীর নানা-নানিকেও কুপিয়ে আহত করা হয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে নোয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

চন্দনাইশ থানার এএসআই আমিন উল্লাহ বলেন, রাতে নোয়াপাড়ায় ঘরে ঢুকে ২০ বছরের কিশোরী খালাতো বোনের মেয়েকে ধর্ষণের চেষ্টা করে নাজিম উদ্দীন (২৮)।

বাধা দিলে কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর ওই কিশোরীর মরদেহ টয়লেটে ফেলে রাখে। এ ঘটনা দেখে ফেলায় কিশোরীর নানা-নানিকে কুপিয়ে আহত করা হয়। ধর্ষণ হয়েছে কি-না সেটা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।

তিনি আরও জানান, রাত ১২টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত নাজিম পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়েছে। আহত নানা-নানি চমেক হাসপাতালে চিকিৎসাধীন। নাজিমকে আটক করতে অভিযান চলছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss