বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট হাতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অভিষেক ওয়ানডে সেঞ্চুরিতে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
থাইল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ২৭১ রানের বড় পুঁজি গড়েছে বাংলাদেশ। ওয়ানডেতে টাইগ্রেসদের এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।
আজ (১০ এপ্রিল) লাহোর সিটি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান থাই অধিনায়ক। দলীয় ১৫ রানে উদ্বোধনী জুটি ভেঙেছিল টাইগ্রেসদের। ওয়ানডেতে অভিষেক ম্যাচ খেলতে নামা ইসমা তানজিম ১৩ বলে ৮ রান করে ফিরেছেন।
দ্বিতীয় উইকেটে ফারজানা ও শারমিন মিলে শতরানের জুটি গড়েন। ৮২ বলে ৫৩ রান করেছেন ফারজানা।
চারে ব্যাট করতে নামা নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে এরপর ১৩৮ বলে ১৫২ রানের জুটি গড়েন শারমিন।
ওয়ানডে ক্যারিয়ারে ৫৩টি ম্যাচ খেলে ফেললেও এতদিন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারেননি টাইগ্রেস অধিনায়ক। আজ সে অপেক্ষা ঘুচেছে।
ফারজানার পর দ্বিতীয় বাংলাদেশী নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে শতক পেরোলেন জ্যোতি। ৭৮ বলে সেঞ্চুরির দিনে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম শতকের রেকর্ডও গড়েছেন জ্যোতি
চস/স