spot_img

২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী উদ্যানে জনস্রোত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতে আজ শনিবার (১২ এপ্রিল) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান হচেছ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি।

আজ বিকেল ৩টায় এই গণজামায়াতে শুরুর কথা থাকলেও গতকাল থেকেই আসতে শুরু করেছে মানুষ। শনিবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে সোহরাওয়ার্দী উদ্যানে। এতে করে অনুষ্ঠান শুরু আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান।

সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা গেছে, রাজধানীর পাঁচ পয়েন্ট থেকে আসা মিছিলে জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান। সেই জনসমুদ্র উদ্যান ছেড়ে টিএসসি, দোয়েল চত্বর পৌঁছে গেছে।

সোহরাওয়ার্দীতে আসা মানুষের হাতে ফিলিস্তিনের পতাকা ও প্রতিবাদী প্ল্যাকার্ড দেখা গেছে। অনেকেই ‘গাজা শান্তি চায়’, ‘ইসরায়েল নিপাত যাক’, ‘ফিলিস্তিনের শিশুদের রক্ষা করো’ ‘ফ্রি গাজা’, ‘ইউ স্ট্যান্ড উইথ গাজা’- এমন বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে তাদের।

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামে প্ল্যাটফর্মের ডাকা এ কর্মসূচি বিকেল ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, নিরীহ ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে সোচ্চার করার উদ্দেশ্যেই এমন কার্যক্রম। তাদের দাবি, সারা দেশ থেকে কয়েক লাখ মানুষ অংশ নেবে এ প্রতিবাদ কর্মসূচিতে।

এতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। মাগরিবের পূর্ব পর্যন্ত চলবে এ কর্মসূচি।

সাধারণ মানুষের পাশাপাশি এ কর্মসূচিতে অংশ নিচ্ছে বিএনপি, জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এটি ঢাকার রাজপথে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ হতে যাচ্ছে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজক ও সংশ্লিষ্টরা।

এই কর্মসূচিতে যোগ দিয়েছেন আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ অনেকেই।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss