spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কাপ্তাই হ্রদে মে-জুলাই মাছ শিকারে নিষেধাজ্ঞা

মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত করা মাছের পোনার স্বাভাবিক বৃদ্ধি ও মাছের স্বাভাবিক বৃদ্ধির লক্ষ্যে আগামী ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ, পরিবহন ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

গতকাল (১৬ এপ্রিল) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হ্রদ ব্যবস্থাপনা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙামাটি শাখার ব্যবস্থাপক মো. ফয়েজ আল করিম, জেলা মৎস্য কর্মকর্তা আধীর চন্দ্র দাস, রাঙামাটি মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুর শুক্কুরসহ মৎস্যজীবী ও ব্যবসায়ীরা।

সভায় জানানো হয়, প্রতিবছরের মতো এ বছরও কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত করা মাছের পোনার স্বাভাবিক বৃদ্ধি ও হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত এই তিনমাস হ্রদে মৎস্য আহরণ, বিপণন ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ সময় জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হবে।

পাশাপাশি অবৈধ মৎস্য শিকারিদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss