চট্টগ্রামের ফটিকছড়ির হালদা নদীতে পড়ে নিখোঁজ দুবাই প্রবাসী মুহাম্মদ নুর উদ্দিন মঞ্জুর (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত নুর উদ্দিন মঞ্জু ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর পাঁচপুকুরিয়া গ্রামের বাসিন্দা মুহাম্মদ নুরুল ইসলামের ছেলে।
বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে হালদা নদীর নাজিরহাট পৌর এলাকার সিদ্ধাশ্রম ঘাট পয়েন্টের সামান্য অদূরে লাশটি পাওয়া যায়।
এর আগে গতকাল বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হালদা নদীর উপর অস্থায়ী সেতু দিয়ে মোটরসাইকেলযোগে বন্ধুসহ পারাপারের সময় মাঝপথে সেতু ভেঙে নদীতে পড়ে যায়। এতে মঞ্জুর বন্ধু তাজউদ্দিন সাঁতরে নদী পার হতে পারলেও বহমান স্রোতে নিখোঁজ হন নুর উদ্দিন মঞ্জু।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, নিখোঁজ যুবকের মরদেহ নদী থেকেই উদ্ধার করেছে স্থানীয়রা।
চস/স