spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান

খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর সাড়াশি অভিযান চলমান রয়েছে। অভিযানে দুর্গম এলাকায় পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী।

সোমবার (২১ এপ্রিল) সকালে জেলা সদরের দুর্গম ভাইবোনছড়ার সুরেন্দ্র কার্বারিপাড়া ও পূর্ণ কার্বারিপাড়ায় অভিযান চালিয়ে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফের (প্রসিত) গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়।

এই সময় গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ইউপিডিএফের ব্যবহৃত বিপুল পরিমাণ প্রশিক্ষণ ও দাপ্তরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্বারকৃত সরঞ্জামের মধ্যে আরও রয়েছে, ল্যাপটপ, ক্যামেরা, ওয়াকিটকি, মোবাইল প্রভৃতি।

জানা গেছে, অভিযানের সময় ৭ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করার পর জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার (১৬ এপ্রিল) খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে অপহৃত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ৬ জন। অপহরণের পর থেকে তাদের উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান চলছে।

৬ দিনেও অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে অগ্রগতি আসেনি। অপহরণের ঘটনায় শুরু থেকেই আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসিত গ্রুপকে দায়ী করে আসছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। তবে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অস্বীকার করে আসছে ইউপিডিএফ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss