চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকা থেকে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় দুই কিশোরী। দিনভর খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় পরিবারে নেমে আসে উদ্বেগ-উৎকণ্ঠার ছায়া।
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন—লায়লা বেগম (১৬), পিতা: নবির হোসেন এবং জান্নাতুল ফেরদৌস দিঘি (১৬), পিতা: মহি উদ্দিন হোসেন। তারা কর্ণফলীর চরপাথরঘাটা এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। দীর্ঘদিনের বান্ধবী এই দুই কিশোরী ৪ মে (রোববার) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে স্কুলের উদ্দেশে বের হয়ে আর বাড়ি ফেরেনি।
পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী ও সম্ভাব্য পরিচিতজনদের বাড়িতে খোঁজ নিলেও কোনো খোঁজ না পেয়ে ৫ মে কর্ণফুলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
চস/স