spot_img

৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ময়লার স্তূপ থেকে থানা থেকে লুট করা পিস্তল-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় ময়লার স্তূপ থেকে তিনটি বিদেশি পিস্তল এবং ৩০ রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর-দক্ষিণ)। তবে এসময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

সোমবার (৫ মে) রাত সোয়া ৯টায় মেরিন ড্রাইভ রোডের উত্তর পাশে একটি বাড়ির সামনে ময়লার স্তূপ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ ইসরাফিল মজুমদার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানা এলাকায় একটি ময়লার স্তূপ থেকে ব্রাজিলের তৈরি তরাস ৯ এমএম সচল পিস্তল, একটি ইংল্যান্ডের ওয়েবলির তৈরি রিভলবার এবং ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। এই ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, উদ্ধার করা দুইটি পিস্তল ও গুলি গত ৫ আগস্ট কোতোয়ালী থানার অস্ত্রাগার থেকে লুট করা হয়েছিল। অপর একটি রিভলবার সিএমপির যেকোনো থানার মালখানা থেকে লুট করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss