spot_img

২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

মোদি-শাহবাজকে অভিনন্দন জানালেন ড. ইউনূস

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। একই সাথে যুদ্ধ বন্ধে ভূমিকা রাখায় কৃতজ্ঞতা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর প্রতি।

শনিবার (১০ মে) রাতে এক বার্তায় এই অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য আমি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী মি. শেহবাজ শরিফকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। দ্বিপাক্ষিক সংলাপে অংশগ্রহণের ঐক্যমত্যে পৌঁছানোর জন্য তাদেরকে সাধুবাদ জানাই। এই গঠনমূলক পদক্ষেপের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, যুদ্ধ বন্ধে ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss