spot_img

৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কোতোয়ালীতে অপহৃত ৯ বছরের শিশু রাজধানী থেকে উদ্ধার

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকা থেকে অপহৃত এক ৯ বছরের শিশু কন্যাকে মাত্র ৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। একই সঙ্গে অপহরণের ঘটনায় জড়িত মূল অভিযুক্ত জামাল মাতবর (৪৭) কে রাজধানী ঢাকার মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১২ এপ্রিল বিকেল আনুমানিক ৩টার দিকে সুনামগঞ্জ থেকে আসা শব্বত আলী (৬২) তার ৯ বছরের নাতনীকে নিয়ে মেয়ের বাসায় বেড়াতে চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছান। মোবাইল ফোনে চার্জ না থাকায় তিনি সহায়তা চাইলে জামাল মাতবর নামে এক ব্যক্তি তাকে রিয়াজউদ্দিন বাজারের নূপুর মার্কেটের একটি মোবাইল সার্ভিসিং দোকানে নিয়ে যান। জামাল জানান, তিনি তার ভাগ্নিকে আনতে যাচ্ছেন এবং শব্বত আলীকে দোকানের সামনে অপেক্ষা করতে বলেন।

এরপর জামাল কৌশলে শিশুটিকে ফুঁসলিয়ে তার নানা গাড়িতে বসে আছে বলে জানিয়ে সঙ্গে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যান। কিছুক্ষণ পর শব্বত আলী মেয়েকে খুঁজে না পেয়ে আশপাশের দোকান ও লোকজনের কাছে জানতে পারেন, এক ব্যক্তি তাকে নিয়ে গেছেন।

পরদিন, ১৩ মে ভিকটিমের মা খালেদা বেগম (২২) কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৭ ধারায় মামলা রুজু হয়। মামলার তদন্তভার পান এসআই মোশাররফ হোসাইন।

তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঢাকার বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালায় এবং অবশেষে মতিঝিল এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও অভিযুক্ত জামাল মাতবরকে গ্রেপ্তার করে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানায়, গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। শিশু ভিকটিম বর্তমানে নিরাপদ এবং পরিবারে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss