spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে মাইক্রোবাসের চালকের সাহসিকতায় ছিনতাইকারী আটক

চট্টগ্রাম নগরীর আসকার দীঘির পশ্চিম পাড়ে একটি অটোরিকশাকে গতিরোধ করে ছিনতাইয়ের সময় একজনকে ধরে পুলিশে দিয়েছে চালক।

শনিবার (২০ জুন) ভোররাত ৪টায় রিমা কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, রিপন নামে এক মাইক্রোবাসের চালক গতকাল মধ্যরাতে জিইসিতে গাড়ি রেখে বাসায় ফিরছিলেন। ফেরার পথে আশকারদিঘিরি পশ্চিম পাড়ে রিমা কমিউনিটি সেন্টারের সামনে আরেকটি অটোরিকশা এসে গতিরোধ করে। ওই অটোরিকশার তিন ছিনতাইকারী ছুরি দিয়ে প্রথমে হাতে ও কানে আঘাত করে মোবাইল ও টাকা নিয়ে নেয়। পরে গলায় ছুরিকাঘাত করার সময় রিপন সেটি ধরে ফেলেন।

চালক রিপন বলেন, ‘গলায় ছুরি ঠেকিয়ে যখন ভয় দেখাচ্ছিল, তখন ভেবেছিলাম চুপ থাকলে হয়তো ওরাই শেষ করে দেবে। আমি তখন ছুরিটা ধরে ফেলি। এসময় তাদের সাথে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে বাকি দুইজন ছিনতাইকারী অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। তবে মাটিতে ফেলে রাখা একজনকে ধরে রাখি। পরে ওই সড়কে টহলরত পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত শুনে ছিনতাইকারী ও ব্যবহৃত অটোরিকশাটি আটক করে থানায় নিয়ে যায়।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল জানান, চালক রিপনের সাহসিকতায় আমরা ছিনতাইকারীকে ধরতে পেরেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss