spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ডিসি পার্কের পুকুরে মাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কের পুকুরে মৎস্য অবমুক্ত, ফ্লাওয়ার জোন উদ্বোধন ও বৃক্ষরোপন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

সোমবার (৩০ জুন) ১১টায় তিনি ডিসি পার্কে এসে এসব কর্মসূচি বাস্তবায়ন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) এ কে এম গোলাম মোরশেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরিফ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন হোসেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী প্রমুখ।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, এই বৃক্ষরোপনের মাধ্যমে ডিসি পার্কে মাসব্যাপী সহস্রাধিক বৃক্ষরোপনের কর্মসূচি ও নতুন একটি ফ্লাওয়ার জোন উদ্বোধন করা হয়েছে। এই ফ্লাওয়ার জোনে প্রায় ৪০ প্রজাতির ফুল রাখা হয়েছে। এছাড়া পার্কের দিঘীতে মৎস্য অবুমক্ত করা হয়েছে। ডিসি পার্ককে আরো সুসজ্জিত ও বিনোদন মুখর করতে আমরা কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss