spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বান্দরবানে সেনা অ’ভিযানে নি’হত দু’জনের পরিচয় মিলেছে

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সাথে কেএনএফের সংঘর্ষে কমান্ডারসহ নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো-মুয়ালপি পাড়ার ক্যাপ্টেন সাংমিন বম (২৭) প্রকাশ পুতিন ও মুন্নুয়াম পাড়ার লাল হিমসাং বম (২৫)। নিহত সাংমিন বম ৯ সদস্যের একটি গ্রুপের কমান্ডার ছিলেন। লাশগুলো ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে আনা হয়েছে।

এদিকে গতকাল রুমার এ ঘটনার সেখানে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলার দুর্গম মুয়ালপি পাড়া ও লাইরুনপি পাড়াসহ আশেপাশের এলাকার পাড়াগুলোর লোকজন আতঙ্কে রয়েছে। সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া রুমায় যাতায়াতকারী পর্যটকদের নিরাপত্তায় সেনাবাহিনী ও প্রশাসন থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বান্দরবান রুমা সড়ক, বগালেক কেওক্রাডংসহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা চৌকিতে তল্লাশি বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে রুমা উপজেলার মুয়ালপি পাড়ার কাছে নাইতং পাহাড় এলাকায় সেনাবাহিনীর সাথে কেএনএফের সংঘর্ষে কমান্ডারসহ দু’জন নিহত হয়। সেখানে একটি আস্থানা থেকে তিনটি এসএমজি, একটি চাইনিজ রাইফেল, সাড়ে চারশ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক করা হয় একজনকে। ঘটনাস্থল থেকে আটক লালসাং পাস্সান বমকে রুমা পুলিশে সোপর্দ করা হয়েছে। এতে সেনাবাহিনীর চট্টগ্রামের এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss