spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

সার্বক্ষণিক জুডিশিয়াল হেল্পলাইন চালু করছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট

সেবা প্রার্থীদের প্রয়োজনীয় সহায়তায় সার্বক্ষণিক জুডিশিয়াল হেল্পলাইন চালু করতে যাচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। জুডিশিয়াল হেল্পলাইন চালু করতে ইতোমধ্যে ইউএনডিপি ও সুইডেনের সাথে সমঝোতা স্মারক সই হয়েছে। বর্তমানে এই পরিষেবাটি রোব থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলমান আছে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে গত বছরের ২৫ সেপ্টেম্বর প্রাথমিকভাবে এই হেল্পলাইন পরিষেবা চালু করা হয়েছিল বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঁইয়া। গণমাধ্যম বিচার ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্ব¡পূর্ণ সহযোগী বলে তিনি মন্তব্য করেন।

রোববার (২০ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত ‘আইন প্রতিবেদকদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা জোরদারকরণ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। রেজিস্ট্রার জেনারেল বলেন, হেল্পলাইনটি বর্তমানে দু’জন সহকারী রেজিস্ট্রার দ্বারা পরিচালিত হয় এবং কলকারীদের সরাসরি সহায়তা দেয়। সুপ্রিম কোর্ট এবং জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সাথে অংশীদারিত্বে এবং সুইডেন দূতাবাসের সহায়তায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) এই কর্মশালার আয়োজন করে।

এনআইএমসি মহাপরিচালক মুহাম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো: নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র রুল অব ল, জাস্টিস অ্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজর রোমানা শোয়েগারও বক্তব্য রাখেন।

এনআইএমসির প্রশিক্ষণ পরিচালক মো: মারুফ নেওয়াজ এতে স্বাগত বক্তব্য রাখেন।

প্রশিক্ষণ অধিবেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: সাইফুল আলম চৌধুরী এবং এমআরডিআইর সমতা বৃদ্ধি ও অনুসন্ধানী সাংবাদিকতা হেল্প ডেস্কের প্রধান বদরুদ্দোজা বাবু।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss