spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক ডেস্ক

সর্বশেষ

পাকিস্তানে মেঘ ভাঙা বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহত ২০০

পাকিস্তানে মেঘ ভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২০০ জনে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে খাইবার পাখতুনখোয়ার বুনের, বাজাউর ও বাটগ্রামে।

শুক্রবার (১৫ আগস্ট) স্থানীয় প্রশাসন জানায়, কেবল বুনের জেলাতেই ১৫৭ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে গাডেজি তহশিলে মারা গেছেন ১২০ জন। চাঘারজাই এলাকায় একটি ভবন ধসে পড়ে একই পরিবারের ২২ জন নিহত হন।

খাইবার পাখতুনখোয়া বিপর্যয় মোকাবিলা এজেন্সির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু এ প্রদেশেই প্রাণ হারিয়েছেন ১৮৯ জন। তাদের মধ্যে ১৬৩ জন পুরুষ, ১৪ নারী ও ১২ শিশু। হিগুকান্দ ও পীর বাবা এলাকায় বহু নারী-শিশু এখনো আটকা আছেন। এছাড়া বন্যার পানিতে ভেসে গেছে আল মদিনা নামের একটি হোটেল।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলাকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ পাঁচজন নিহত হয়েছেন। অন্যদিকে পাকিস্তান শাসিত কাশ্মীরে ভূমিধসে আরও আটজন মারা গেছেন। নীলম ও ঝিলম উপত্যকায় প্রায় ৫০০ পর্যটক আটকা পড়েছেন।

দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে জরুরি বৈঠক চলছে। খাইবার পাখতুনখোয়াকে ‘বিপর্যস্ত এলাকা’ ঘোষণা করা হতে পারে বলে প্রধানমন্ত্রীর দফতর সূত্র জানিয়েছে।

জাতীয় ও প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও উদ্ধার কাজে নেমেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss