রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৮৮৭.৫ গ্রাম (৭৬ ভরি) স্বর্ণালঙ্কার জব্দ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় তিনজনকে আটক করা হয়। রোববার (১৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বিমানবন্দরের বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালিত হয়।
সকাল ৯টা ২০ মিনিটে বহির্গমন ও আগমনী টার্মিনালের গোলচত্ত্বর এলাকা থেকে মো. সালেহ ফয়সাল (২৭) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ২৯৩.৫০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ ১০ হাজার টাকা।
দুপুর ১টা ৪৫ মিনিটে ২ নম্বর আগমনী টার্মিনালের মিডিয়া কর্নার সংলগ্ন এলাকা থেকে মনিরুল ইসলাম (৩৪) নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৩৯৫ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ৪৬ লাখ ২১ হাজার টাকা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এর আগে সকাল ১০টা ২০ মিনিটে একই টার্মিনাল থেকে মাসুম রানা (৩২) নামে আরেকজনকে আটক করা হয়। তার কাছ থেকে ১৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে রিসিভার হিসেবে কাজ করছে। বিদেশ থেকে আগত অজ্ঞাত যাত্রীর মাধ্যমে তারা শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ দেশে আনতো।
এ বিষয়ে এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অপরাধ দমনে আমরা সর্বোচ্চ সতর্ক আছি। স্বর্ণ চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”
চস/স