spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখক সম্মেলন

তরুণদের লেখালেখির চর্চা ও চিন্তার বিকাশ ঘটাতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘তরুণ লেখক সম্মেলন – ২০২৫ ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন’। ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ স্লোগান সামনে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরাম।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩ টায় চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির এসডিজি ইয়ুথ ফোরাম হলে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে লেখক, গবেষক, সাংবাদিকসহ প্রায় ২৫টির অধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত তরুণ লেখকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন, সাপ্তাহিক স্লোগান পত্রিকার নির্বাহী সম্পাদক ইফতেখার মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ সুব্রত বিকাশ বড়ুয়া, প্রভাষক মো. ইফতখারুল ইসলাম, সাংবাদিক আজহার মাহমুদ, প্রভাষক নেজাম উদ্দিন।

এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। ঋতু দে ও নাজমুস সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তরুণ লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রায়হান উদ্দিন ছিদ্দীকি।

প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী তার বক্তব্যে বলেন, লিখতে হলে পড়তে হবে, জানতে হবে। আপনাদের ভেতর সেই আগ্রহ এবং ইচ্ছে রয়েছে। আপনাদের এমন আয়োজনে আমি মুগ্ধ।

প্রধান আলোচক ইফতেখার মারুফ বলেন, তরুণ লেখকদের অনেকেই বেশ ভালো লিখছেন। আপনাদের নিয়মিত এই চর্চায় থাকা উচিত। এমন আয়োজন আপনারা সাহস করে করেছেন এটা সত্যি দারুণ একটা বিষয়।

অনুষ্ঠানের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত লেখা প্রদর্শনী করা হয় হল রুমে। পরে লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার বর্ষসেরা সদস্য, সংগঠক ও লেখকদের পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এ অনুষ্ঠান।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss