spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রাম স্টেশন রোডের সৈকত বার ও রেস্তোরাঁয় আগুন

চট্টগ্রাম নগরের স্টেশন রোডে অবস্থিত বাংলাদেশ পর্যটন করপোরেশনের সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে সোমবার সকালে আগুন লেগেছে। সকাল নয়টার দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তিনটি ফায়ার সার্ভিস দল, যদিও পুরোপুরি আগুন নিভানো এখনও চলমান।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে ওয়্যারলেস অপারেটর খলিলুর রহমান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমের কাছে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের তিনটি দল ঘটনাস্থলে কাজ করছে।’

খলিলুর রহমান আরও জানান, ‘আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নিভাতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।’

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে একটি লুটপাটের ঘটনা ঘটে। সেই সময় বার ও রেস্তোরাঁটির স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পরে সংস্কারের মাধ্যমে এটি নতুনভাবে চালু করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss