spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

তফসিল ঘোষণা, চাকসুর নির্বাচন ১২ অক্টোবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন ও সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

এতে খসড়া ভোটার তালিকা প্রকাশ (১ সেপ্টেম্বর) থেকে শুরু করে মনোনয়নপত্র বিতরণ (১৪ সেপ্টেম্বর), যাচাই-বাছাই (১৬ সেপ্টেম্বর), প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ (২১ সেপ্টেম্বর), প্রত্যাহারের শেষ দিন (২৩ সেপ্টেম্বর) এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের (২৫ সেপ্টেম্বর) পাশাপাশি ভোটগ্রহণের দিনসহ (১২ অক্টোবর) সার্বিক শিডিউল জানানো হয়।

এর আগে, গত রোববার বিশ্বিবদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো.কামাল উদ্দিন জানান, চাকসু নির্বাচনের সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে। বাকি কাজও দুই একদিনের মধ্যে সম্পন্ন হবে। তারপরই প্রকাশ করা হবে নির্বাচনী আচরণবিধি। চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনের কার্যালয় স্থাপন করা হবে।

তিনি বলেন, পূর্ণাঙ্গ ভোটার তালিকা করতে কমিটি কাজ চলছে। তাও প্রায় শেষের দিকে। প্রশাসনের পক্ষ থেকে একটি সমন্বয় সভা শেষে এ সপ্তাহের শেষের দিকে তফসিল ঘোষণা করা হবে। শিক্ষার্থীদের দীর্ঘ ৩৪ বছরের প্রত্যাশার এই নির্বাচন। আমরা এটি আয়োজনে বদ্ধপরিকর।

আরো পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত ১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় চাকসুর নতুন গঠনতন্ত্র অনুমোদন করা হয়। এতে কার্যনির্বাহী কমিটির পদসংখ্যা ১৮ থেকে বেড়ে ২৮ করা হয়, আর সদস্য ও প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর নির্ধারণ করা হয়। নির্বাহী সদস্যের সংখ্যা ১০ থেকে কমিয়ে ৫ জন করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। প্রতি শিক্ষাবর্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। এখন পর্যন্ত মাত্র ৬ বার নির্বাচনের আয়োজন করতে পেরেছে কর্তৃপক্ষ। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান, কয়েক দফা সংঘর্ষ ও উপযুক্ত পরিবেশ না পাওয়ায় আর অনুষ্ঠিত হয়নি এ নির্বাচন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss