কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে দুই যুবক নিখোঁজ হয়েছে। মাতামুহুরী সেতুর দক্ষিণ পাশে শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে তিন যুবক গোসল করতে নদীতে নামে। এক যুবক তীরে উঠে আসলেও দুই যুবকের খোঁজ মেলেনি।
তবে চকরিয়ায় নিখোঁজদের নাম নিশ্চিত হওয়া যায় নি।
প্রত্যক্ষদর্শী রুবেল খান জানান, আত্মীয় ও এলাকার লোকজন জাল ফেলে এবং ডুব দিয়ে নিখোঁজদের সন্ধান চালাচ্ছে। আজ বিকাল ৩টা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরাও নিখোঁজদের সন্ধান শুরু করে। চট্টগ্রামে খবর দেয়া হয়েছে ডুবুরি দল পাঠানোর জন্য।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিখোঁজের স্থানে লোকজন জড়ো হওয়ায় শৃঙ্খলা রক্ষায় পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
চস/আজহার