spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

একদিনের ব্যবধানে শিশু ও তরুণী ‘ধর্ষণ’, মিরসরাইয়ে গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে একদিনের ব্যবধানে দুটি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় দুইজন গ্রেপ্তার হলেও এখনো পলাতক রয়েছে এক যুবক।

ঘটনা দুটি ঘটেছে উপজেলার ইছাখালী ইউনিয়ন ও জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায়। দুটি ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় নয় বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে নিশান দাস নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ এই ঘটনায় শিশুটির বাবা মামলা দায়ের করেছেন।

অন্যদিকে, শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় একটি মুঠোফোন অপারেটরের সিম বিক্রয়কর্মী এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে সিএনজি চালক আবদুল্লাহকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার সিএনজি চালক ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার বাসিন্দা। এ ঘটনায় আজিজ নামের একজন পলাতক রয়েছে। অভিযুক্ত আসামি দু’জন সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। পরে তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী তরুণী থানায় মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

তিনি বলেন, ‘এক শিশুকে ধর্ষণ ও তরুণী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। তরুণী ধর্ষণের ঘটনায় তাৎক্ষণিক পুলিশ একজনকে আটক করেছে। শিশু ধর্ষণের ঘটনাটি পরশুদিনের। থানায় মামলার প্রেক্ষিতে অভিযুক্ত নিশানকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হবে। ভিকটিমদের মেডিকেল পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানোর প্রক্রিয়া চলছে। সূত্র: পূর্বকোণ

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss