চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ গ্যাস ফিলিং গুদামে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৫ জনের মৃত্যু হলো।
নিহত শ্রমিক মো. হারুন (৩০) হাশিমপুর ইউনিয়নের পূর্ব ছৈয়দাবাদের পদ্মার ডেবা এলাকার নুরুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় শিক্ষক মনিরুল ইসলাম চৌধুরী।
চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নে বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে মাহবুবুর রহমানের গুদামে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে এবং গুদামটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। তাতে গোডাউন মালিকসহ ১০ জন দগ্ধ হন। গোডাউনটি চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমানার মধ্যে অবস্থিত।
খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে প্রথমে ৪ জনকে ঢাকার বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। অগ্নিদগ্ধ অপর ৫ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
চস/স