চট্টগ্রামের পটিয়া পৌরসভা এলাকা থেকে ৪৪ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় পৌরসভার মুন্সেফ বাজার কালীবাড়ি এলাকার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার রঘুপুর এলাকার মো. জামালের ছেলে মো. রনি (৩৮) ও চৌদ্দগ্রাম থানার নাটাপাড়া এলাকার ফটিক মিয়ার ছেলে মো. কামাল (৩৭)।
বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পায়, কুমিল্লা থেকে কক্সবাজার গাঁজা যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১০টায় পৌরসভার মুন্সেফ বাজার কালীবাড়ি এলাকায় চেকপাস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করি। এসময় কক্সবাজারমুখী একটি পিকআপকে থামিয়ে তল্লাশি শুরু করি। এক পর্যায়ে গাড়ির ড্রাইভিং সিটের পাশে বসা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে করে গাড়িতে থাকা কাঁচা সবজি ভেতর থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা। গ্রেপ্তার আসামিদের পটিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
চস/স