spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

খাগড়াছড়িতে নিপীড়নবিরোধী সমাবেশ, শনিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

পার্বত্য চট্টগ্রামে অব্যাহত নারী নিপীড়নের বিরুদ্ধে খাগড়াছড়িতে নিপীড়নবিরোধী সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে শনিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।

শুক্রবার সকালে ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি শহরের চেঙ্গী স্কয়ার, মহাজন পাড়া, শাপলা চত্বর, ভাঙা ব্রিজ ঘুরে আবার চেঙ্গী স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বক্তারা বলেন, পাহাড়ে নারী নিপীড়ন, ধর্ষণের মতো ঘটনা ঘটলেও বিচারহীনতার সংস্কৃতির কারণে জড়িতরা বার বার ছাড় পেয়েছেন। সমাবেশে মানুষের উপস্থিতি প্রমাণ করে পাহাড়ে আর কেউ ধর্ষণের মত ঘটনা দেখতে চায় না। গত বছরের সেপ্টেম্বরে যে আন্দোলন শুরু হয়েছিল, তা আজও জাগ্রত।

পার্বত্য চট্টগ্রামে অব্যাহত নারী নিপীড়নের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি জুম্ম নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান আন্দোলনকারীরা।

‘জুম্ম ছাত্র-জনতা’ আন্দোলনের সংগঠক কবিতা চাকমা বলেন, “মঙ্গলবার আমাদের এক বোন ধর্ষণের শিকার হয়েছেন। আমরা তার বিচারের দাবিতে সমাবেশ করছি। পার্বত্য চট্টগ্রামে ঘটা প্রতিটি ধর্ষণের বিচার করতে হবে।”

সমাবেশে কৃপায়ন ত্রিপুরা, ক্যাচিংনু মারমা, আকাশ ত্রিপুরা এবং উকানু মারমা বক্তব্য দেন।

এর আগে মঙ্গলবার খাগড়াছড়ির সদর উপজেলার এক স্কুলছাত্রী প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শয়ন শীল (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে ছয় দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এ ঘটনায় পলাতক রয়েছেন আরও দুই আসামি।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার জেলা শহরে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে ‘জুম্ম ছাত্র-জনতা’।

সূত্র : বিডি নিউজ

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss