spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চকরিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় ভাতিজার মো. খোকার ছুরিকাঘাতে চাচা হারুনর রশীদ (৪৫) খুন হয়েছেন। ‎ হারুন ওই এলাকার ছাবের আহমদের ছেলে ও সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার বদরখালী ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ড ফুলতলা খাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহতের ভাগিনা মো. কাজল বলেন, আমার মামা হারুন পৈত্রিক ভিটি জমিতে নতুন বাড়ি নির্মাণ করছেন। বাড়ির সীমানা নিয়ে বড় ভাইয়ের সাথে বিরোধ রয়েছে। শনিবার সকালে নির্মাণকাজ করার সময় শেখ আহমদ তাতে বাঁধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।একপর্যায়ে মো. খোকা অতর্কিত এসে চাচা হারুনের বুকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরাকান জানান, হারুনর রশীদের বুকের বামপাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

‎চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, জমির সীমানা বিরোধ নিয়ে এ হতাকাণ্ডর ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো মামলা না হলেও ‎খুনিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss