spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সাগরে মাছ ধরতে যেয়ে চট্টগ্রামের ১৮ জেলে ১৬ দিন নিখোঁজ

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে সাগরে মাছ ধরতে গিয়ে বোট মালিকসহ ১৮ জন জেলে ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর রাতে নগরের বাকলিয়া থানার নতুন ফিশারিঘাট থেকে ‘এফ বি খাজা আজমীর’ নামের ফিশিং বোটটি সাগরে যায়। এরপর থেকে তাদের আর কোনো সন্ধান মিলছে না।

এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর বোট মালিকের স্ত্রী সেলিনা আক্তার (৪০) চট্টগ্রামের সদরঘাট নৌ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫৫৫) করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, তার স্বামী আলী আকবর (৪৯) দীর্ঘদিন ধরে মাছ ধরার ব্যবসার সঙ্গে জড়িত। তার মালিকানাধীন ফিশিং বোটের (রেজিস্ট্রেশন নং এফ-৯৭৫৪) অধীনে মাঝি আবু তাহের (৫৫), ষ্টাফ জামাল (৪৫), বাবুর্চি রুবেলসহ (৩৫)আরও ১৪ জন সাগরে মাছ ধরতে বের হন। ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে স্ত্রী সেলিনা আক্তারের সঙ্গে আলী আকবরের সর্বশেষ ফোনালাপ হয়। এরপর থেকে তার ব্যবহৃত নম্বরসহ অন্য স্টাফদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

সেলিনা আক্তার বলেন, ‘প্রথমে ভেবেছিলাম সাগরে নেটওয়ার্ক সমস্যার কারণে যোগাযোগ করা যাচ্ছে না। কিন্তু টানা ১০ থেকে ১১ দিন অপেক্ষার পরও তাদের কোনো খোঁজ না পাওয়ায় আমরা দিশেহারা হয়ে পড়েছি। এখনো স্বামী ও বোটের সকল মাঝিমাল্লা নিখোঁজ। পুলিশও কোন খোঁজ দিতে পারছে না।’

সদরঘাট নৌ থানার ওসি মিজানুর রহমান বলেন,‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নিখোঁজ জেলেদের সন্ধানে খোঁজাখুজি চলছে।’

থানার তদন্ত কর্মকর্তা এসআই আরিফ বলেন, ‘১৩ তারিখের পর থেকে তাদের মোবাইল নাম্বারগুলোর কোন অবস্থান শনাক্ত করা যাচ্ছে না। আমরা বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নিয়ে তাদের সন্ধান পাওয়ার চেষ্টা করছি। দেশের প্রতিটি থানায় বার্তাও পাঠানো হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss