চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সৎ নেতৃত্বই প্রধান শর্ত। যোগ্য ও নিষ্ঠাবান নেতৃত্ব ছাড়া জনগণের প্রত্যাশিত পরিবর্তন সম্ভব নয়।”
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরীর মুরাদপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র কমিটির আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, জনগণের কল্যাণে নিবেদিত হয়ে যারা কাজ করবেন, তারাই প্রকৃত অর্থে দেশের নেতৃত্ব দিতে পারবেন। তাই আসন্ন নির্বাচনে সৎ, যোগ্য ও দায়িত্বশীল প্রার্থীকেই জনগণ সমর্থন করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরাদপুর সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আলমগীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম এবং ৮নং শুলকবহর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার।
এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ নুরুল ইসলাম, রঞ্জু মিয়া, বুলবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য প্রয়োজন নৈতিক শক্তি ও সচেতন জনগণের অংশগ্রহণ।
হেলালী তার বক্তব্যে আরও প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে তিনি চট্টগ্রাম নগরবাসীর সমস্যার সমাধানে নিরলসভাবে কাজ করবেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করবেন।
চস/স