চট্টগ্রামের সীতাকুণ্ডে মহানগর প্রভাতী এক্সপ্রেসের ধাক্কায় এক অজ্ঞাত পরিচয় যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে ২টায় সীতাকুণ্ড রেলওয়ে ষ্টেশানের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৩৫। রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. আশরাফ ছিদ্দিক বলেন, ‘আজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস সীতাকুণ্ড স্টেশন অতিক্রম করার সময় এক যুবক ট্রেনটির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। নিহত যুবকের মুখে দাড়ি আছে, পরনে ছিল একটি চেক লুঙ্গি এবং বেগুনী ও হালকা কমলা রংয়ের গেঞ্জি।’
তিনি আরো বলেন, ‘আমরা তার মরদেহ উদ্ধার করেছি। তবে তাৎক্ষনিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
চস/স