spot_img

২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

অনলাইন ডেস্ক

সর্বশেষ

এ যাত্রায় সবার দোয়ায় হয়তো খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন: ডা. জাহিদ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দেশবাসীর দোয়া চেয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ বলেছেন, ‘দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই। সবার দোয়ার কারণে এ যাত্রায় তিনি হয়তো সুস্থ হয়ে উঠবেন।’

মঙ্গলবার (০২ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা বলেন তিনি।

ডা. এ জেড এম জাহিদ জানান, গত ২৭ নভেম্বর থেকে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়াকে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন তিনি তা গ্রহণ করতে পারছেন।

আরও পড়ুন: সিসিইউতে খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে

তিনি বলেন, ‘তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসার তদারকি করছেন। প্রধান উপদেষ্টা, সরকার, হাসপাতাল কতৃপক্ষসহ সবাই যথাসাধ্য সহায়তা দিচ্ছেন।

খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে ডা. জাহিদ বলেন, ‘দেশনেত্রীর স্বাস্থ্য নিয়ে গুজব না ছড়ানোর জন্য সবাইকে অনুরোধ করছি। আপনারা ধৈর্য ধরুন। আমার দেয়া তথ্য ছাড়া অন্য কারো কথা প্রচার না করার জন্য দলের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘আল্লাহর রহমতে এবং সবার সহযোগিতা ও দোয়ার কারণে হয়তো এবার আমরা তাকে আমাদের মাঝে ফিরে পাবো। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।’

এ সময় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা, জাহিদ বলেন, এ জন্য আমাদের সকল প্রস্তুতি আছে। মেডিকেল বোর্ড পরামর্শ দিলেই আমরা তাকে বিদেশে নিয়ে যাবো।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss