নগরের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ও চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ৬০ টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
নগরের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, কে বি ফজলুল কাদের রোড, চকবাজার কলেজ রোড ও কেয়ারী ইলিশিয়াম সংলগ্ন রসিক হাজারী লেইনে অবৈধ ভাবে রাস্তা ও ফুটপাত দখল দোকান, ভ্যানগাড়ি ও ফুড কার্ট বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়। জনদুর্ভোগ লাগবে এসব অবৈধ দোকান পাট উচ্ছেদ অভিযান শুরু করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত। অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টিকারী ৬০ টি দোকান, ভ্যানগাড়ি ও ফুড কার্ট উচ্ছেদ করা হয়।
চস/স


