spot_img

২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

টেকনাফে নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার

দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে দায়িত্বপূর্ণ একালাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে । এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে অভিযান পরিচালনা করে নৌবাহিনী।

নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজান এর বাসায় অভিযান চালায়। অভিযানকালে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের ঘর তল্লাশি করে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রসমূহের মধ্যে রয়েছে তিনটি পিস্তল, ভিন্ন ভিন্ন মডেলের ০৯ রাউন্ড লাইভ এ্যামুনিশন, ০৪ রাউন্ড পিস্তল বল, দেশীয় অস্ত্র ০২টি,ল এবং ১০,০০০ (দেশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। উক্ত অভিযানে টেকনাফ থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, উপকূলীয় অঞ্চলসহ দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী অবৈধ অস্ত্র, মাদক ও দুষ্কৃতিকারীদের দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনমানুষের কল্যাণে নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss