চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম ওরফে বুইস্যাকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার (২০ ডিসেম্বর) রাতে নগরের দুই নম্বর গেট এলাকা থেকে র্যাব-৭-এর একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
শহিদুলকে গ্রেপ্তারের বিষয়টি র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসাইন নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, চুরি, ছিনতাইয়ের মাধ্যমে অপরাধে হাতেখড়ি শহিদুলের। গায়ের সঙ্গে ধাক্কা লাগিয়ে জটলা পাকিয়ে লোকজনের জিনিসপত্র ছিনিয়ে নিতেন। পরে তিনি জড়িয়ে পড়েন মাদকের কারবারে। নিজের আধিপত্য বজায় রাখতে গড়ে তোলেন নিজস্ব বাহিনী। নগরের চান্দগাঁও-পাঁচলাইশ এলাকায় কিশোর গ্যাংয়ের নেতা হিসেবে পরিচিত তিনি। তাঁর বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র, চাঁদাবাজি, মাদকের অন্তত ২০টি মামলা রয়েছে। চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই প্রকাশ্যে গুলি ছোড়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শহিদুলের এ ছাড়াও রয়েছে নিজস্ব ‘টর্চার সেল’। মাদক বিক্রি ও চাঁদাবাজির টাকা দ্রুত গুনতে রয়েছে গণনার যন্ত্র।
শহিদুল ভোলার দৌলতখান উপজেলা সদরের মোহাম্মদ আলীর ছেলে। পড়াশোনার তৃতীয় শ্রেণি পর্যন্ত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিভিন্ন সমাবেশে দলবল নিয়ে যোগদানের ছবি ও ভিডিও রয়েছে তাঁর। নিজেকে ওই সময় পরিচয় দিতেন নগর ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) নেতা হিসেবে। তবে কোনো পদে ছিলেন না।
চস/স


