spot_img

১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রাম-১১ আসনে জামায়াত প্রার্থী শফিউল আলমের মনোনয়ন পত্র দাখিল

চট্টগ্রাম-১১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শফিউল আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় তিনি চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর কার্যালয়ে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন।

মনোনয়ন পত্র দাখিলকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম-১১ আসনের পরিচালক মুহাম্মদ উল্লাহ, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক, নগর শ্রমিক কল্যাণ সভাপতি ও আসন সহ-পরিচালক এস এম লুৎফর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বন্দর থানা আমীর মাহমুদুল আলম, সদরঘাট থানা আমীর ও আসন সদস্য সচিব এম এ গফুর, পতেঙ্গা থানা আমীর অধ্যক্ষ মুহাম্মদ সেলিম, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ হোসাইন, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হাসান ও ওমর ফারুকসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা।

মনোনয়ন পত্র দাখিল শেষে প্রার্থী শফিউল আলম বলেন, “চট্টগ্রাম-১১ আসনের সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে ইনশাআল্লাহ একটি কল্যাণমুখী ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে চাই।”

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss