spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ঢাকায় এসেছে ফিফা বিশ্বকাপের ট্রফি

ফিফা বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ঢাকায় এসে পৌঁছেছে ফুটবল বিশ্বকাপ ট্রফি। সকাল ১০টার দিকে বাংলাদেশে এসে পৌঁছায় সোনালি ট্রফিটি। এ সফরে ফিফার প্রতিনিধি হয়ে এসেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২ টার পর নির্বাচিত দর্শকদের জন্য ট্রফি নিয়ে সেশনের ব্যবস্থা আছে।

কোকা কোলার পক্ষ থেকে আগে জানানো হয়েছিল আন্ডার দ্য ক্যাপ ক্যাম্পেইনের বিজয়ীরা বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। বাংলাদেশি ভক্তদের জন্য সেই সুযোগও থাকছে আজকের আয়োজনেই।

ট্রফি ঢাকায় এলেও সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য সরাসরি দেখার সুযোগ থাকছে না। বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, আয়োজনটি স্বল্প সময়ের হওয়ায় এবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে না।

কেবল কোকা কোলার নির্ধারিত বিজয়ীরাই নির্দিষ্ট সময়ে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ পাবেন।

এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো তিন দেশ যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় যৌথভাবে হবে টুর্নামেন্ট। ফিফার সূচি অনুযায়ী আগামী ১১ জুন শুরু হয়ে বিশ্বকাপ শেষ হবে ১৯ জুলাই।

ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের এই বৈশ্বিক সফরে ৩০টি দেশের ৭৫টি স্থানে যাওয়ার কথা রয়েছে। ঢাকাও সেই তালিকার একটি গুরুত্বপূর্ণ গন্তব্য।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss