করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র জমিরউদ্দিন খান জম্পির ভাই মনিরউদ্দিনসহ পাঁচ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের (কুমেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। তাদের মধ্যে মনিরউদ্দিন এবং ৩৬ বছরের এক নারী করোনা আক্রান্ত ছিলেন।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে কুমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন জানান, আইসিইউতে মারা যাওয়াদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন দু’জন। বাকি তিন জনের করোনার উপসর্গ ছিল।
আরো পড়ুন: সরকারি হাসপাতালে মন্ত্রী-এমপিরা চিকিৎসা নিলে ব্যবস্থার উন্নতি হতো
করোনা আক্রান্ত ছিলেন, মনিরউদ্দিন খান (৫০) ও সালমা (৩৬)। উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলে, কানু লাল (৭৩), স্বপন (৬৫) এবং হাসিনা (৫৭)।
জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার হাজার ২৫ জন, সুস্থ হয়েছেন এক হাজার ৮৩৪ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৮ জন।
চস/স