৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লিভারপুলকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা এনে দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। এবার নিজেও জিতলেন ব্যক্তিগত নৈপুণ্যের এক পুরস্কার।
লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) দেওয়া বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন ক্লপ।
এই জার্মান কোচের অধীনে প্রিমিয়ার লিগে লিভারপুল ২০১৯/২০ শেষ করে ৯৯ পয়েন্ট নিয়ে, যা দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ১৮ পয়েন্ট বেশি।
আরো পড়ুন: নেইমারের একমাত্র গোলে চ্যাম্পিয়ন পিএসজি
স্টার স্পোর্টসে সেরা কোচের পুরস্কার ঘোষণার সময় ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদিন্ত সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন বলেন, ‘এটা তারই (ক্লপ) প্রাপ্য। ’
চস/স